Artist's artwork..

in voilk •  13 days ago

    বিসমিল্লাহির রাহমানির রাহীম
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।


    হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
    আমি @rasel72. #বাংলাদেশ থেকে।


    সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন আরেকটা পোষ্ট নিয়ে। আপনাদের আজকের দিনটা ভালো কাটুক এই প্রার্থনা করি৷ আজকে একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোকপাতের চেষ্টটা করব৷ মূলত একজন শিল্পী ও তার শিল্পকর্ম নিয়ে আলোচনা। চলুন শুরু করি-

    6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LdLXEC1wtsgw6qdH1utMnkUT5yu1tfXUL23WLKwzLs3SqPNZmHqBC7wJtGCsm2V865Rw6QiuqShfVu5p.jpeg

    সৃজনশীলতা আর দক্ষতার প্রকাশ যে যত বেশি ঘটাতে পারবে সে তত বেশি চির স্বরণীয় হয়ে থাকবে। সেটা হতে পারে, কর্মে, লেখনীতে, শিল্পে, ব্যবহারে, নেতৃত্বে আরও নানা ধরনের কাজের মধ্যে দিয়ে মানুষ অর্জন করতে পারে এই সম্মান৷ কেউবা হাতের নিপুণ শিল্পে ফুটিয়ে তুলতেছেন তার শিল্পকর্ম, কেউবার নিজের লেখায় আলোরণ সৃষ্টি করতেছেন বিশ্বজুরে। আবার কেউ কথার এবং কাজের দ্বারা বিশ্বজুরে খ্যাতি অর্জন করে যাচ্ছে। এগুলো আসলে কোনটায় এমনি এমনি আসে না। এর পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম আর চেষ্টটা। পৃথিবীতে কোন সফলতায় এমনি এমনি আসে না৷ তার পিছনে দিতে হয় শ্রম, মেধা, চেষ্টটা। তারপরই কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়। পৃথিবীতে কত ধরনের শিল্প কর্ম রয়েছে। যেমন, চিত্র, নাট্য, গান, অভিনয় সহ আরও নানা ধরনের। আজকে বলতে যাচ্ছি চিত্র শিল্প নিয়ে।

    একজন চিত্র শিল্পী তার মনের কল্পনা আর বাস্তবীক বিষয় তুলে ধরেন তার চিত্রকর্মে। অন্তরের সৃষ্টি ছবিটা যেন শিল্পী তার ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টটা করে। আমি নিজেও যেহেতু ছবি আকতে পছন্দ করি এজন্য ছবি আকার বা চিত্র শিল্প সম্পর্কে জানতে এবং লিখতে ভালো বাসি। যেখানেই চিত্র শিল্প দেখি তাকিদে একনজর দেখে কিছুটা হলেও শেখার চেষ্টটা করি। কি দক্ষতা আর সুক্ষ্ম হাতের নিপুন ভাবে একজন শিল্পী ফুটিয়ে তোলেন তার শিল্প কর্ম। এই তো গত মাসের ১৫ তারিখ গিয়েছিলাম বই মেলাতে ঘুরতে। যেটা কয়েকটা পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। বই মেলাতে ঘুরতে ঘুরতে চোখে পড়ল একজন মানুষের দিকে। যে কিনা একটা দিকে বসে আপন মনে কি যেন পেন্সিল আর পেপার নিয়ে আকা আকি করতেছেন।

    1000007151.jpg

    আসলেই সেখানে কি হচ্ছে মানুষ দেখি সেখানে দাড়িয়ে আছি,। এটা দেখার জন্য আমিও চলে গেলাম সেখানে। গিয়ে দেখি তিনি একজন চিত্র শিল্পী। পাশে অনেকগুলো সাইনবোর্ড। আর তাতে লাগানো বিভিন্ন মানুষের অবিকল ছবি অংকন বা স্কেস করা। সামনে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম ১৫ মিনিটের মধ্যে হুবহু ছবি অংকন করা হয়। এটাও কি সম্ভব। মাত্র ১৫ মিনিটে একজন মানুষের অবিকল ছবি অংকন করে ফেলা। আসলে শিল্পীর কাছে সবই সম্ভব।

    1000007153.jpg

    1000007152.jpg

    1000007150.jpg

    একটু খেয়াল করতেই দেখি, তার হাতে একটা ফোন থেকে কারুর একজনের ছবি দেখে সে তার ড্রইং পেপারের উপর অংকন করতে ব্যবস্ত। আর আশেপাশে মানুষও সেটা দেখতেছে। আমি নিজেও অনেকটা সময় দাড়িয়ে ভাবতেছিলাম। একজন শিল্পী কি সুন্দর ভাবে তার হাতের জাদুতে বাস্তবীক চিত্র ছবিতে ফুটিয়ে তোলেন। আমরা ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমন দেখতে হয়, ঠিক একই রকম ভাবে তিনি পেন্সিলের সাহায্য পেপারের উপর ছবি অংকন করে দিচ্ছেন৷ কি সুন্দর সেই দৃশ্য। আসলে এর ভালোবাসা আর মর্ম শুধু একজন চিত্রশিল্পীই বুঝতে পারেন৷ আমাদের অনেকের কাছেই এটা একটা সাধারণ বিষয় মনে হতে পারে। কিন্তু এর মধ্যে রয়েছে দক্ষতা, সৃজনশীলতা আর চেষ্টটার ফল।

    আমি একবার ভাবলাম কত টাকা করে নিবে ছবি অংকনের জন্য। আবার ভাবলাম না থাক, আমি যেহেতু অংকন করাবো না খামাখা জিগাসা করে লাভ নেই। এরপর আমি অন্য দিকে চলে যায়। আসলে প্রতিটা মানুষের মধ্যেই লুকিয়ে আছে সৃজনশীলতা আর দক্ষতা৷ কেউ সেটাকে কাজে লাগায় আর কেউ কাজে লাগায় না। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

      Authors get paid when people like you upvote their post.
      If you enjoyed what you read here, create your account today and start earning FREE VOILK!