ঈদের শুভেচ্ছা সবাইকে........

in voilk •  3 months ago

    image.png

    আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই| আশা করি ভাল আছেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই |ঈদের আনন্দ সবার মাঝে| সবার ঈদ অনেক সুন্দর ভাবে কেটেছে সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসেছি আমারও আলহামদুলিল্লাহ ঈদের ব্যস্ততা নিয়ে ঈদটা অনেক বেশি উপভোগ করেছি| কালকে চাঁদ রাত ছিল আমার কাছে চাঁদ রাতটা অনেক ভালো লাগে চারিদিকে ঈদের একটা আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে|

    image.png

    কালকে রমজানের শেষ ছিল এটা ভেবেও খারাপ লাগছিল সামনে পবিত্র রমজান মাস নসিবে হবে কিনা এটা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারি না| এবারের রোজা আমার কাছে সব থেকে তাড়াতাড়ি চলে গিয়েছে খুবই অল্প সময়ের জন্য এবারের রমজান এসেছিল আমার কাছে মনে হয়েছে| ঈদের দিনগুলোতে সবাই আমরা অনেক উপভোগ করি বাইরে ঘুরতে যায় পরিবার বন্ধু বান্ধবী সবার সাথে একটা আনন্দ মুহূর্ত পরিবেশ হয়ে ওঠে| কিছু মানুষ জীবন থেকে চলে যায় সারা জীবনের জন্য ওই মানুষগুলো স্মৃতি শুধু রয়ে যায়|

    image.png

    তাই ঈদের দিন বারবার মনে পড়ে ছোট্টবেলার স্মৃতি আমার চাচা কিছুদিন আগে না ফেরার দেশে চলে গিয়েছে| বেশিদিন হয়নি আপন মানুষ চলে যাওয়ার যেই কষ্ট ওইটা আসলে এখনো বুঝতে পারেনি তার ভেতর থেকেই ঈদের এই আনন্দ সবকিছুই যেন ভাল জাত ছিল| কিন্তু কষ্ট তো আছেই কষ্টটা লুকানোর মতো না| চোখে মুখে প্রকাশ পাচ্ছিল| আপন মানুষ চলে যাওয়ার কষ্টটা আপন মানুষ জীবন থেকে না গেলে বোঝা যায় না| জীবনে প্রত্যেকটা মুহূর্ত মানুষের এমন ভাবে উপভোগ করা উচিত যাতে করে জীবনে কোন অপূর্ণতা না রয়ে যায়|

    image.png

    আমরা মানুষ আমাদের মাঝে রাগ অভিমান এগুলো থাকবেই তার ঊর্ধ্বে গিয়ে কিন্তু জীবনকে উপভোগ করতে হয়।| ফেলে আসা দিনগুলোর কথা ঈদ আসলে বারবার মনে পড়ে কারণ আমি গ্রামের বাড়িতে বড় হয়েছি| আমাদের বাড়িতে সবাই সকাল বেলা নামাজ পড়ার পরে বাসায় এসে সালাম দেয় ছোটদের| আমাদের সময় ছোটবেলায় পাখিরালা দুই টাকার নোট ছিল আর হরিণ দেওয়া এক টাকার নোট ছিল| দুই টাকার একটা নতুন নোট দিলেই খুশি হয়ে যাইতাম| ওই টাকাটা নিয়ে নতুন জামা পড়ে সুন্দর করে রেডি হয়ে চলে যেতাম ঈদের মেলায় ঈদের মাঠে গেলে সব বান্ধবীদের সাথে দেখা হতো তাদের বাসায় যাইতাম ওই পরিবেশটা ছিল অন্যরকম তখন ছিল আসল ঈদের মজা|

    image.png

    এখন অনেক বড় হয়ে গিয়েছি দায়িত্ব বেড়ে গিয়েছে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাব কবে সেটাও বলতে পারি না| মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে বাড়ির বউদের কখনো ক্লান্ত লাগে না শরীর কিংবা কখনোই কোন কিছু ভাল লাগাইতে নাই| কারণ অনেক দায়িত্ব তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয় খুব অল্প বয়সেই| আর ওই দায়িত্বটাই সামলাতে গিয়ে ওই মেয়েটা তার নিজের শখের কথা ভুলে যায়| সে তার নিজের পছন্দের খাবারের তালিকায় যে খাবারটা ছিল আজ সে অন্য কারো জন্য রান্না করে| তার পছন্দের খাবারের কথা তার আর মাথায় থাকে না অন্যেরটা মাথায় নিয়ে সারাদিন ঘুরে|

    যাই হোক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি| ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দ সবার ঘরে ঘরে| ঈদের আনন্দ লেগে থাকুক সবার মুখে| এই প্রত্যাশায় আজ আসি আবার দেখা হবে|

      Authors get paid when people like you upvote their post.
      If you enjoyed what you read here, create your account today and start earning FREE VOILK!