Some beautifully photography...

in voilk •  10 days ago

    বিসমিল্লাহির রাহমানির রাহীম
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



    6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo12GfnNABrnvbQUPKwGoBfyBZhHCrBmywBXkhSn43NV4yDcAedd1ApxdGRu7wKuBTrMaGGH2RArA29tQUv.jpeg

    সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি-

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

    20241214_145732.jpg

    প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন। ছবিটা আমি আমাদের এলাকার হাট থেকে তুলেছিলাম। হাটে বাজার করতে গিয়ে হঠাৎ চোখ পরল একটা গাড়ির দিকে। যেখানে আখেঁর রস বিক্রি করতেছেন একটা লোক। মেশিনের সাহায্যে আঁখ থেকে রস বানিয়ে সেটা গ্লাসে বিক্রি করা হচ্ছে। প্রতি গ্লাসের মূল্য দশ টাকা।

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

    20241211_162722.jpg

    চলুন এবার দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। এটা হলো নদীর পানিতে ভেসে থাকা একটা দুয়ার। এটা গ্রামের ভাষা। এর আসল নাম আমি জানি না। তবে এটাকে মাছ ধরা খাচি বা জালিও বলে থাকে। আমাদের বাড়ীর পাশেই একটা নদী আছে।নদীতে যখন বর্ষার সময় পানি বেশি থাকে তখন এর সাহায্যে অনেকে মাছ ধরে থাকে। আমি একদিন বিকালে নদীতে হাটতে গিয়ে দেখিতে। পানিতে এটা ভেসে আছি৷ তাই সেখান থেকে ছবিটা তুলেছিলাম।

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

    20241211_162329.jpg

    এটা হলো সকালর সূর্যের ছবি। একদিন সকাল বেলা বাজার থেকে কিছু জিনিস কিনে আনার সময়, যখন আমাদের বাড়ীর সামনের ব্রীজের কাছে আসি, তখন হঠাৎ সূর্যের দিকে চোখ পরে। তারপর ফোনটা বের করে ছবিটা তুলেছিলাম। সূর্য যেন গোল ডিমের কুসুমের মতো হয়ে ছিল। যার কারণে দেখতে অনেক ভালো লাগছিল।

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

    20241219_174741.jpg

    এবার চতুর্থ ছবিতে আসা যাক। এই ছবিটাও সন্ধার পর ব্রীজের কাছ থেকে তোলা হয়েছিল। যেখানে দূরের দোকানগুলোতে লাইটিং করা ছিল। যার ফলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি আমার ফোনটা দিয়ে তখন একটা ছবি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

    2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

    20241221_141656.jpg

    এবার চলুন শেষ ছবিতে যাওয়া যাক। এটা হলো আমাদের বাড়ীর মুরগির ছবি। একদিন হঠাৎ চোখ পরল বসে থাকে মুরগির উপর। আমি আমার ফোনটা নিয়ে একটু জুম করে ছবিটা তুলেছিলাম। মুরগি যখন কোথাও বসে থাকে তখন তার গায়ের লোমগুলো ফুলিয়ে বসে থাকে। যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে।

    আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। তত সময় নিজের প্রতি খেয়াল রাখুন এবং স্টিমের সাথেই থাকুন।

    সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

      Authors get paid when people like you upvote their post.
      If you enjoyed what you read here, create your account today and start earning FREE VOILK!