আমাদের মহাবিশ্ব।

in voilk •  2 months ago
    খালি চোখে দেখলে এই পৃথিবী বিশাল বড়। কোনো মহাসাগর এর দিকে তাকালে তার কুল কিনারা খুঁজে পাওয়া মুশকিল। প্রায় ৭.৫ বিলিয়ন মানুষ বসবাস করে এই পৃথিবীতে , তাও শুধু মাত্র পৃথিবীর ৩০ শতাংশ এর মধ্যে। আর বাকি ৭০ শতাংশই হচ্ছে পানি। তাহলে স্বাভাবিক ভাবেই অনুমান করা যায় পৃথিবী কত বিশাল। তবে সেটা শুধু আমাদের কাছেই, আমাদের অবসার্ভএবল মহাবিশ্বের কাছে আমাদের এই পৃথিবী ধূলিকণার থেকে কোনো অংশে বেশি হবে না। সূর্য সহ আমাদের যে এই ৮ টি গ্রহ রয়েছে তাদের মিলে এই পুরো সিস্টেমটাকে সৌরজগৎ বলে থাকি আমরা। এই সৌর জগৎ বিস্তার হিসাব করতে গেলে ৩.১৪ এর সাথে ১০ বিলিয়ন2 কিলোমিটারস গুন্ করতে হবে।

    তাহলে ভেবেই দেখুন শুধু মাত্র সোলার সিস্টেম এর বিস্তার কত বড়। আমরা যে গ্যালাক্সিতে রয়েছি তার নাম হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি। এই মিল্কিওয়ে গ্যালাক্সি এতোই বিশাল যে আমাদের সোলার সিস্টেম এর কাছে একটা সামান্য বিন্দু মাত্র। তাহলে ভাবুন এই মিল্কিওয়ে গ্যালাক্সি কত বড় হতে পারে। আসলে মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল বড় ব্ল্যাক হোল। যেটা প্রদক্ষিণ করে মিল্কিওয়ে এর সকল গ্রহ নক্ষত্র গুলো ঘুরছে।অর্থাৎ আমরা কিন্তু স্থির না , প্রথমত পৃথিবী নিজের অক্ষের উপর প্রদক্ষিণ খাচ্ছে। আবার সূর্য কেন্দো করে নিজের কক্ষপথে ঘুরছে আবার পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি গ্রহ এবং নক্ষত্রের সাথে মিলে সেই ব্ল্যাক হোল কে প্রদক্ষিণ করছে।

    যদিও আমরা এখনো মিল্কিওয়ে গ্যালাক্সি পুরোটা এক্সপ্লোর করতে পারিনি , কেননা এইটাকে এক্সপ্লোর করার মতো এতো আধুনিক জন্য এখনো আমাদের পৃথিবীতে তৈরী হয়নি। কেননা এই মিল্কিওয়ে পুরোটা ঘুরে আসার জন্য আমাদের প্রয়োজন 200,000 লাইট ইয়ার। অর্থাৎ আমরা যদি আলোর বেগ অর্জন করতেও পারি তাহেল আমাদের 200,000 বছর লেগে যাবে শুধু মাত্র মিল্কিওয়ে থেকে ঘুরে আসার জন্য। যদিও আলোর বেগ অর্জন করা মোটেও সম্ভব না। আর আলোর বেগের চেয়ে বেশি বেগ অসম্ভব। তাহলে ভাবুন আমাদের জন্য যদি আমাদের নিজের গ্যালাক্সি ঘুরে দেখা সম্ভব না হয় তাহলে আরো হাজার হাজার গ্যালাক্সি যে রয়েছে সেগুলো ?

    সব কিছু রহস্যই থেকে যাবে। যদিও আমরা স্বশরীরে গিয়ে উদ্ঘাটন করতে পারবো না তবে টেলিস্কোপ এর মাধ্যমে কিছুটা হলেও আমরা জানতে পারবো আমাদের এই রহস্যে ঘেরা মহাবিশ্ব সম্পর্কে। যদিও সেটা বর্তমান সময়ের তা দেখবো না , অনেকেই হয়তো শুনেছেন জেমস ওয়েব টেলিস্কোপ এর কথা। যাই হোক , আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

    image.png

    image source

      Authors get paid when people like you upvote their post.
      If you enjoyed what you read here, create your account today and start earning FREE VOILK!