Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm fine too. In fact I am writing first in this hyb blogpost. I hope you all like it
In fact, we lose so many days that they remain in our memory. Like we lost many days in childhood but they remain in our minds we never get them back.
We gradually grew up in the affection and love of a mother from birth. We start walking holding the hands of parents then the flame of eating and even when we feel like going to school but we go to the school veranda holding the hands of parents. But from there we started walking.
Then when we get a little older we play sports, jump in the pool and take a lot of fun. We don't really get back to those childhood days. There are many friends in school. Besides, when we are taught in school, we do a lot of mischief. We get reprimanded by Sir or Madam. We still continue to do that, but then we complain to our parents and our parents rule us. But then we would be angry but now it seems that if we get back to the days of Jodi Shei we would be much better off and happy but we will not get back those days even after hundreds of attempts because the day that is gone is not found back only in the pages of memory.
In words
As the days go by the words remain in the pages of memory.
Friends, you will read these articles of mine and let me know how it went. I wish you all good health. And everyone will pray for me so that I can post more new writings like this. Thank you all very much. God bless you.*
Bangla
হারিয়ে যাওয়া দিনগুলি স্মৃতির পাতায়
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আসলে আমি এই হাইব ব্লগপোস্টে প্রথম লিখছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে।
আসলে আমরা অনেক দিনগুলো হারিয়ে ফেলি সেগুলো শুধু আমাদের স্মৃতির পাতায় থেকে যায়। যেমন আমরা ছোটবেলায় অনেক দিন হারিয়ে ফেলি কিন্তু সেগুলো আমাদের মনের মধ্যে থেকে যায় আমরা সেগুলো আর ফিরে পাই না।
আমরা জন্মের পর থেকে মায়ের আদর স্নেহ এবং ভালোবাসায় ধীরে ধীরে বড় হয়ে ওঠি। বাবা মায়ের হাত ধরে আমরা হাঁটতে শুরু করি তারপর খাওয়া শিখা এবং আমরা যখন স্কুলে যাওয়ার মতন হয় তখনও কিন্তু বাবা-মায়ের হাত ধরেই আমরা স্কুলের বারান্দায় যায়। সেখান থেকেই কিন্তু আমাদের পথ চলা শুরু হয়।
এরপর আমরা যখন আরো একটু বড় হয়ে ওঠি তখন আমরা খেলাধুলা করি, পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করি অনেক আনন্দ করি আমরা ছোটবেলায় আসলে সেই দিনগুলি আর ফিরে পাবোনা। স্কুলে অনেক বন্ধু বান্ধবী হয় তাছাড়া স্কুলে যখন পড়ানো হয় আমরা অনেক দুষ্টুমি করি স্যার কিংবা ম্যাডামের বকুনি খাই আমরা তবুও আমরা কিন্তু সেগুলো চালিয়ে যায় তারপর মা-বাবার কানে কমপ্লেন করে বাবা-মা--আমাদের শাসন করে। তখন কিন্তু আমাদের রাগ হতো কিন্তু এখন মনে হয় যে আমরা যোদি শেই দিনগুলিআবার ফিরে পেতাম তাহলে অনেক ভালো থাকতাম আনন্দে থাকতাম কিন্তু আমরা শত চেষ্টা করলেও সেই দিনগুলি আর ফিরে পাবোনা কারণ যেদিন একবার চলে যায় সেদিন আর ফিরে পাওয়া যায় না শুধু স্মৃতির পাতায় থেকে যায়।
কথায় বলে,
দিন যায় কথাগুলি থেকে যায় স্মৃতির পাতায়।
বন্ধুরা আমার এই লেখাগুলি আপনারা পড়ে জানাবেন কেমন হয়েছে। সবাই ভাল থাকবেন ,সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এরকম আরো নতুন নতুন লেখা পোস্ট করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।