রোমারিও শেফার্ডের ব্যাটিং তান্ডবে আইপিএলে প্রথম জয় মুম্বাই ইন্ডিয়ান্সের!

in sports •  3 months ago

    টানা তিনটি ম্যাচে হারের পর ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল দিল্লি ক্যাপিটালস বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই প্রথম তিন ম্যাচে গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়েলসের বিপক্ষে হেরে অবস্থান করছিল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দা ব্লুরা। ওয়েস্ট ইন্ডিজ তারকা রোমারিও সেফার্ডের অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সে ২৯ রানে জয় পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স!

    মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যাকর ম্যাচটি অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়ানখেদে স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন রিশাব পান্ট। মূলত প্রথমে বোলিং করে মুম্বাইকে ২০০ রানের নিচে আটকে দেওয়ায় ছিল দলটির মূল পরিকল্পনা। তবে দিল্লি ক্যাপিটাল তাদের পরিকল্পনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়।

    দিল্লি ক্যাপিটালস এর ব্যাটিং আমন্ত্রণে মুম্বাইয়ের হয় ওপেনিং আসে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। দলের পক্ষে শুরুটা দুর্দান্ত করে এই দুই ওপেনার। একের পর এক চার ছয়ে ৮০ রানের পার্টনারশিপ গরেন তারা। রোহিত শার্মা ২৭ বলে ৪৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। রোহিতের বিদায়ের পর মাঠে আসে সূর্য কুমার যাদব। তবে এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় এই প্লেয়ার। দলীয় ১১১ রানে ঈশান কিশান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে চাপে পড়ে যায় স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স।

    অল্প ব্যবধানে চারটি উইকেট হারিয়ে মুম্বাই যখন ম্যাচে পিছিয়ে পড়ছিলো ঠিক তখনই অসাধারণ জুটি গড়ে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং অস্ট্রেলিয়ান তারকা টিম ডেভিড। দুজনে মিলে গড়ে ৬০ রানের মূল্যবান জুটি। তবে এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে শেষটা দূর্দান্ত করে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটার রোমিরিও শেফার্ড। শেষ ওভারে চারটি ছয় এবং দুই চারে ৩২ রান সংগ্রহ করে এই প্লেয়ার। ফলে এই ম্যাচে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

    মুম্বাইয়ের দেওয়া ২৩৫ রানে জবাবে দিল্লি ক্যাপিটালসের শুরুটা হয় দুর্দান্ত। ডেভিড ওয়ার্নার শুরুতে বিদায় নিলেও পৃথিবী শ্ এবং অভিষেক পোরেলের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে এক উইকেট হারিয়েই দলীয় শতরান পূর্ণ করে দিল্লি ক্যাপিটাল। ৮৮ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ গরে এই দুই ব্যাটসম্যান। তবে ও ব্যবধানে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস।

    এই চাপ সামাল দিয়ে দলকে একাই এগিয়ে নিয়ে যেতে থাকে দিল্লির সাউথ আফ্রিকান তারকা ট্রিস্টান স্টাবস। একের পর এক ছয়ে মুম্বাইয়ের বোলারদেকে বাউন্ডারি ছাড়া করছিল এই প্লেয়ার। তবে অপর প্রান্ত থেকে প্রয়োজনের সাপোর্টের অভাবে শেষ পর্যন্ত ২৯ রানের ব্যবধানে হারতে হয় দিল্লি ক্যাপিটালসকে। মূলত মুম্বাই ইন্ডিয়ান্স তারকা শেইফার্ডের শেষ ওভারের ঝরের কাছেই হার মানে ভারতের রাজধানীর দলটি। ফলে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের সিজনে প্রথম জয়ের দেখা পায়!


    1000017468.jpg
    Mumbai Indians

      Authors get paid when people like you upvote their post.
      If you enjoyed what you read here, create your account today and start earning FREE VOILK!